গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ
১।প্রকল্পের নাম:
জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প
প্রকল্পের উদ্দেশ্য:
Ø প্রকৃত জেলেদের সনাক্ত করে নিবন্ধকরণ এবং তাঁদেরকে পরিচয়পত্র প্রদান
Ø মৎস্য সম্পদের উন্নত ও স্থায়িত্বশীল ব্যবস্থাপনার নিমিত্তে প্রকৃত জেলেদের ডাটাবেইজ প্রনণয়
Ø প্রাকৃতিক দুর্যোগে(ঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস) নিহত জেলেদের পরিবারকে আর্থিক সহায়তা(অনুদান) প্রদান।
প্রকল্পে প্রস্তাবিত মূল কার্যক্রমঃ
১। গণনাকারীর মাধ্যমে নির্ধারিত স্থানীয় কমিটির মাধ্যমে প্রকৃত জেলেদের সনাক্ত করে নিবন্ধকরণ, নিবন্ধিত জেলেদের ছবি সংগ্রহ
২। নিবন্ধনকৃত জেলেদের ডাটাবেইজ প্রণয়ন
৩। সনাক্তকৃত জেলেদের পরিচয়পত্র প্রদান
৪। প্রাকৃতিক দুর্যোগে নিহত জেলেদের পরিবারের পূর্ণবাসনের নিমিত্তে আর্থিক সহায়তা প্রদান।এ প্রকল্পের মাধ্যমে
উদ্দ্যোগী মস্ত্রণালয়: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
২। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প
প্রকল্পের উদ্দেশ্য:
এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণ ঘটানো।
ইউনিয়নের বিভিন্ন চাষীদের মাঝে প্রদর্শনী খামার স্থাপনের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর করা।
ইউনিয়নের লীফ গণের সহায়তায় চাষী পরামর্শ প্রদান এবং চাষী পরামর্শ কেন্ত্র স্থাপনের মাধ্যমে চাষীর খামারের মাটি ও পানি পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS